/anm-bengali/media/media_files/mCMBNBojbCJrub06af0c.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বালাসোরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। রেলের তরফে জানা গিয়েছে, ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস দুমড়ে মুচড়ে গিয়েছে। এখনও অবধি ২৬১ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতদের মধ্যে পুরুষদের পাশাপাশি বহু মহিলা, বহু শিশুরও প্রাণহানি হয়েছে। এদিকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তেমনই এক শিশুর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বালাসোর ট্রেন দুর্ঘটনায় আহতদের কটকের এসসিবি মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। দেখা যাচ্ছে, একজন শিশুর শরীর রক্তে ভেসে যাচ্ছে। তাঁর হাতে, পায়ে সাদা ব্যান্ডেজ লাগিয়ে রক্ত থামানোর প্রয়াস চালাচ্ছেন সকলে।
#WATCH | Injured of #BalasoreTrainAccident being brought to Cuttack's SCB Medical College
— ANI (@ANI) June 3, 2023
As per the latest information, the death toll stands at 261 in the collision between three trains. pic.twitter.com/r3uuCExzla
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us