New Update
/anm-bengali/media/media_files/2bE8cdUkSJbLYvNzVLK7.jpg)
নিজস্ব সংবাদদাতা: এপ্রিল মাসে দেশে খুচরো মুদ্রাস্ফীতি (Inflation) গত ১৮ মাসের মধ্যে রেকর্ড নিচে নামল। মুদ্রাস্ফীতির গণ্ডি ৫ শতাংশের মধ্যে এসে গেছে। এপ্রিলে খুচরো মুদ্রাস্ফীতি ১৮ মাসের সর্বনিম্ন ৪.৭ শতাংশে নেমে এলো। বিশেষজ্ঞরা বলছেন, সস্তা খাদ্য সামগ্রীর (Cheap Food) কারণেই মুদ্রাস্ফীতি এমন রেকর্ড নিচে নামলো। আরবিআই (Reserve Bank of India) ২ শতাংশের পরিবর্তন নিয়ে এবারে মুদ্রস্ফীতি ৪ শতাংশে রাখার দায়িত্ব নেয়। নানা খাদ্যশস্য, দুধ ও ফলের দাম বৃদ্ধির ফলে খুচরো মুদ্রাস্ফীতি ২০২২ সালের ডিসেম্বরে ৫.৭ শতাংশ থেকে বেড়ে এই বছরের ফেব্রুয়ারিতে ৬.৪ শতাংশে পৌঁছে গেছিলো। বর্তমান পরিস্থিতি অনুসারে খুচরো মুদ্রাস্ফীতি ২০২৩-২০২৪ আর্থিক বছরে ৫.২ শতাংশ হতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us