ছাই মেঘ আসছে পশ্চিম ভারতের দিকে ! ইথিওপিয়ার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে বিমান নিরাপত্তা নিয়ে ইন্ডিগোর বিবৃতি

কি বিবৃতি দিল ইন্ডিগো ?

author-image
Debjit Biswas
New Update
indigo flight edit .jpg

নিজস্ব সংবাদদাতা : ইথিওপিয়ার হেইলি গুব্বি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের জেরে সৃষ্ট ছাই মেঘের গতিপথ নিয়ে সতর্কতা জারি করেছে ভারতের অন্যতম প্রধান বিমান সংস্থা ইন্ডিগো (IndiGo)। বিমান সংস্থাটি জানিয়েছে, এই ছাই মেঘের অংশ পশ্চিম ভারতের দিকে সরে আসছে বলে জানা গেছে।

volcano (1).jpg

আকাশপথে ছাই মেঘের সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ কমাতে ইন্ডিগো কর্তৃপক্ষ যাত্রীদের আশ্বস্ত করে একটি বিবৃতি প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে যে,"ইথিওপিয়ায় হেইলি গুব্বি আগ্নেয়গিরির সাম্প্রতিক অগ্ন্যুৎপাতের পর, জানা গেছে ছাই মেঘ পশ্চিম ভারতের কিছু অংশের দিকে সরে আসছে। আমরা জানি যে এই ধরনের খবর উদ্বেগ সৃষ্টি করতে পারে, তবে আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই যে আপনার নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।"