শরিফের নাটক ভেস্তে গেল! জাতিসংঘে পাকিস্তানের ভুয়া প্রচার কেটে দিল ভারত

শরিফের বক্তব্যকে কটাক্ষ করে তীব্র আক্রমণ ভারতের কূটনীতিকের।

author-image
Tamalika Chakraborty
New Update
united nations


নিজস্ব সংবাদদাতা: জাতিসংঘের সাধারণ অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ভাষণের পর ভারত কড়া জবাব দিল। শরিফ তাঁর বক্তব্যে ভারতকে আক্রমণ করার পাশাপাশি জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়ার মতো মন্তব্য করেন। এর জবাবে ভারত পাকিস্তানকে অভিযুক্ত করে বলেছে— তারা সন্ত্রাসবাদকে মহিমান্বিত করছে এবং বিশ্বমঞ্চে মিথ্যা প্রচার চালাচ্ছে।

ভারতের প্রতিনিধি পেতল গাহলট বলেন, “আজ সকালেই পাকিস্তানের প্রধানমন্ত্রী এই সভায় নাটক দেখালেন। আবারও তিনি এমন এক ভুয়া কাহিনি তুলে ধরলেন, যা পাকিস্তানের পররাষ্ট্রনীতির মূল— সন্ত্রাসবাদকে সমর্থন করা।”

pakistan pm  s

তিনি আরও বলেন, “যতই মিথ্যা বলা হোক বা নাটক করা হোক, সত্য আড়াল করা যায় না।” গাহলট উল্লেখ করেন, গত এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরে পাকিস্তানপুষ্ট জঙ্গিদের হাতে বিদেশি পর্যটক খুন হওয়ার ঘটনায় পাকিস্তান কোনও জবাবদিহি করেনি। শুধু তাই নয়, পাকিস্তানের অতীত ইতিহাসই বলে দেয় তারা কীভাবে বিশ্বের কুখ্যাত সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছে।

ভারতের প্রতিনিধি বলেন, “সন্ত্রাসবাদ রপ্তানি করা পাকিস্তানের দীর্ঘদিনের অভ্যাস। এই দেশ ওসামা বিন লাদেনকে প্রায় দশ বছর আশ্রয় দিয়েছিল, অথচ বিশ্বকে দেখাচ্ছিল তারা সন্ত্রাসবিরোধী লড়াইয়ে অংশীদার।” তিনি আরও স্মরণ করিয়ে দেন, পাকিস্তানের একাধিক মন্ত্রী নিজেরাই প্রকাশ্যে স্বীকার করেছেন যে তাদের দেশে জঙ্গি শিবির চলে।