ফের শিরোনামে মণিপুর! ভারতীয় সেনা সদস্যকে অপহরণ, হত্যা, কেঁপে উঠল দেশ

ফের মর্মান্তিক ঘটনা ঘটল মণিপুরে।

author-image
Aniruddha Chakraborty
17 Sep 2023 আপডেট করা হয়েছে 18 Sep 2023
মন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরের ইম্ফল পশ্চিম জেলায় ছুটিতে থাকা অবস্থায় ৪১ বছর বয়সী এক ভারতীয় সেনা জওয়ানকে অপহরণের পর হত্যা করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ আধিকারিক (পিআরও) জানিয়েছেন, সিপাহী সের্তো থাংথাং কম (৪১)-কে তিন অজ্ঞাত দুর্বৃত্ত অপহরণ করে এবং পরে ইম্ফল পশ্চিমের হ্যাপি ভ্যালির তারুং-এ ছুটির সময় হত্যা করে। তিনি মণিপুরের লেইমাখং মিলিটারি স্টেশনে নিয়োজিত ছিলেন এবং তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে সিপাহী সের্তোকে তার বাড়ি থেকে অপহরণ করা হয়। ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী তার ১০ বছর বয়সী ছেলের বয়ান অনুযায়ী, বাবা ও ছেলে বারান্দায় কাজ করার সময় তিনজন দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে এবং তার বাবার মাথায় একটি পিস্তল রেখে তাকে জোর করে সাদা রঙের গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায়। 

সূত্রে খবর, আজ সকাল পর্যন্ত সেনা জওয়ানের কোনও খবর পাওয়া যায়নি। সকাল সাড়ে ৯টা নাগাদ ইম্ফল ইস্টের সোগলমাং থানার অন্তর্গত মংজামের পূর্ব খুনিংথেক গ্রামে তাঁর দেহ পাওয়া যায়।