দফায় দফায় অশান্ত রাজ্য, টহল দিচ্ছে সেনা

উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সহিংসতা থামছেই না। গত বৃহস্পতিবার রাতে ফের হিংসাত্মক ঘটনা প্রকাশ্যে এসেছে। কংবাতে কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আর কে রঞ্জন সিংয়ের বাসভবনে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা।

author-image
SWETA MITRA
New Update
indian ar.jpg

নিজস্ব সংবাদদাতাঃ জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের কারণে অশান্ত হয়ে উঠেছে মণিপুর (Manipur)। রাজ্যে যেন হিংসা থামার নামই নিচ্ছে না। ইতিমধ্যে এহেন ঘটনাকে ঘিরে চরম অস্বস্তিতে পড়েছে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে ক্ষমতাসীন বিজেপি সরকার। জ্বালিয়ে দেওয়া হচ্ছে নেতা মন্ত্রীদের বাড়িও। এহেন ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। এদিকে মণিপুরেরইম্ফলউপত্যকায়সহিংসতাকবলিতএলাকায়ফ্ল্যাগমার্চকরেছেভারতীয়সেনাবাহিনী (Indian Army)-র জওয়ানরা।