New Update
/anm-bengali/media/media_files/Lz6pYRqQWHTW093RLzhS.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের কারণে অশান্ত হয়ে উঠেছে মণিপুর (Manipur)। রাজ্যে যেন হিংসা থামার নামই নিচ্ছে না। ইতিমধ্যে এহেন ঘটনাকে ঘিরে চরম অস্বস্তিতে পড়েছে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে ক্ষমতাসীন বিজেপি সরকার। জ্বালিয়ে দেওয়া হচ্ছে নেতা মন্ত্রীদের বাড়িও। এহেন ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। এদিকে মণিপুরেরইম্ফলউপত্যকায়সহিংসতাকবলিতএলাকায়ফ্ল্যাগমার্চকরেছেভারতীয়সেনাবাহিনী (Indian Army)-র জওয়ানরা।
#WATCH | Manipur: Indian Army conducted a flag march in the violence-affected area in Imphal Valley
— ANI (@ANI) June 18, 2023
(Source: Indian Army) pic.twitter.com/7fRutdtCBM
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us