ফ্রান্স সফরে গেলেন ভারতীয় সেনাপ্রধান ! প্রতিরক্ষার বিষয়ে হল একাধিক আলোচনা

কেন আচমকা ফ্রান্সে পৌঁছালেন ভারতীয় সেনাপ্রধান ?

author-image
Debjit Biswas
New Update
INDIAN ARMY CHIEF

নিজস্ব সংবাদদাতা : ফ্রান্স সফরে গেলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, মূলত প্রতিরক্ষা ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা করতেই ফ্রান্স পৌঁছালেন তিনি। ফ্রান্সে পৌঁছেই তিনি লেস ইনভ্যালিদসে গার্ড অফ অনার পরিদর্শন করেন। এরপর ফ্রান্সের সেনাপ্রধানের সাথে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। এই বৈঠকে মূলত দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, সেনাবাহিনীর সম্পর্ককে জোরদার করা এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা বিষয়ে পারস্পরিক প্রতিশ্রুতি নিয়ে আলোচনা হয়।