New Update
/anm-bengali/media/media_files/ciqXaxq2oUuE71BeyMo5.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ ভারতীয় বায়ুসেনার চারটি রাফাল ফরাসি বিমান ও মহাকাশ বাহিনীর মন্ট-ডি-মারসান বিমানঘাঁটির উদ্দেশে রওনা দিয়েছে। ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, ভারতীয় বায়ুসেনার রাফাল যুদ্ধবিমানের জন্য এটিই হবে প্রথম বিদেশী মহড়া, যা দুটি সি-১৭ বিমান দ্বারা মঞ্চস্থ করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us