/anm-bengali/media/media_files/2025/11/23/indian-blint-cricket-team-2025-11-23-21-57-31.png)
নিজস্ব সংবাদদাতা: অন্ধ মহিলা ক্রিকেটে এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করল ভারত। কলম্বোয় অনুষ্ঠিত প্রথম মহিলা টি-টোয়েন্টি ব্লাইন্ড বিশ্বকাপে দুরন্ত জয়ের পর গোটা দেশ এখন গর্বে গর্বিত। অদম্য ইচ্ছাশক্তি, দীর্ঘদিনের পরিশ্রম এবং মাঠে অবিশ্বাস্য লড়াইয়ের ফলেই ভারতীয় অন্ধ মহিলা দল ইতিহাসের পাতায় নিজেদের নাম লিখে ফেলল।
এই অসাধারণ জয়ের পর ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সায়ি দলের মেয়েদের অভিনন্দন জানিয়ে বলেন, “আমি ভারতীয় দলকে অভিনন্দন জানাই। তারা গোটা দেশকে গর্বিত করেছে।” তাঁর কণ্ঠেও ফুটে ওঠে দেশের জয়ের আনন্দ।
কলম্বোর মাঠে ভারতীয় ক্রিকেটারদের ব্যাট-বল হাতে লড়াই যেন ছিল জেদ, প্রতিজ্ঞা আর আত্মবিশ্বাসের এক মেলবন্ধন। দৃষ্টিহীনতার মতো কঠিন বাস্তবতাকে পিছনে ফেলে তাঁদের প্রতিটি রান, প্রতিটি উইকেট, প্রতিটি মূহূর্তই যেন প্রমাণ করেছে—ইচ্ছাশক্তির কাছে অসম্ভব বলে কিছু নেই।
বিশেষজ্ঞরা বলছেন, এই জয়ের গুরুত্ব শুধু ক্রিকেটীয় নয়—এটি অনুপ্রেরণারও। দেশের হাজার হাজার দৃষ্টিহীন মেয়ের কাছে এই জয়ের বার্তা খুব স্পষ্ট—সাহস থাকলে সীমাবদ্ধতা নয়, সফলতাই শেষ কথা।
ক্রিকেট মহলের মতে, ভারতের এই জয় শুধু এক দলে নয়, পুরো দেশের কাছে আশা আর গর্বের প্রতীক। সমাজের মূলস্রোতে থাকা খেলাধুলার বাইরে থেকেও কীভাবে বিশ্বমঞ্চে নিজেদের পরিচিতি তৈরি করা যায়, তা যেন নতুন করে শেখাল এই মেয়েরা।
কলম্বোর সেই মুহূর্ত এখন পুরো দেশের হৃদয়ে—ভারতের প্রথম অন্ধ মহিলা টি-টোয়েন্টি বিশ্বজয়। দেশ জুড়ে শুরু হয়েছে অভিনন্দনের ঝড়। আর এই জয়ের আবেগে দেশের ক্রিকেটপ্রেমীরা একবাক্যে বলছেন—“এটাই নয়া ভারতের শক্তি।”
#WATCH | Raipur | On the Indian Women's blind cricket team winning the first-ever Women's T20 World Cup for the Blind in Colombo, Chhattisgarh CM Vishnu Deo Sai says, "I congratulate the Indian team who has made the entire nation proud" pic.twitter.com/SIDnSbqb73
— ANI (@ANI) November 23, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us