নিজস্ব সংবাদদাতা: আন্তর্জাতিক স্তরে ফের চাপ বাড়াতে পাকিস্তানকে আবারও ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF)-এর গ্রে লিস্টে ঢোকানোর জন্য সক্রিয় হল ভারত। সরকারি সূত্রে খবর, পাকিস্তানের বিরুদ্ধে একাধিক তথ্য-প্রমাণ জোগাড় করেছে ভারত, যেখানে দেখা যাচ্ছে আন্তর্জাতিক আর্থিক সাহায্য নিয়ে সেই অর্থ খরচ করা হয়েছে অস্ত্র কেনা ও সন্ত্রাসবাদে মদত দেওয়ার কাজে।
/anm-bengali/media/media_files/2025/04/23/Id2Mcz7nko0mqEslrWjK.jpg)
এই তথ্য-সহ একটি ডসিয়ার আগামী FATF বৈঠকে পেশ করা হবে। সূত্রের দাবি, পাকিস্তান যখনই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর কাছ থেকে আর্থিক সহায়তা পেয়েছে, তখনই তাদের অস্ত্র আমদানির পরিমাণ বেড়েছে। ভারত সেখানেই সরাসরি অভিযোগ করছে—এই তহবিল উন্নয়ন নয়, বরং সন্ত্রাসের পেছনে ব্যয় হচ্ছে।
২০২২ সালে পাকিস্তান FATF-এর গ্রে লিস্ট থেকে বেরিয়ে এসেছিল, যার ফলে তারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে সহজে ঋণ ও আর্থিক সুবিধা পেতে শুরু করে। ভারতের এই পদক্ষেপ সেই অবস্থানে বড়সড় ধাক্কা হতে পারে বলে মত আন্তর্জাতিক মহলের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us