তৃতীয় ওয়ানডেতে টস জিতে বোলিং নিল ভারত

ভিজাগে আজ সিরিজ নির্ধারণী ম্যাচ, ১-১ সমতায় ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
IND-SA-54

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ও শেষ ওয়ানডিতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল টিম ইন্ডিয়া। বিশাখাপত্তনমের ACA-VDCA ক্রিকেট স্টেডিয়ামে আজ সিরিজ নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হয়েছে দুই দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বর্তমানে ১-১ সমতায়, ফলে আজকের ম্যাচেই ঠিক হবে শিরোপা কার ঘরে যাবে। ভারতীয় বোলারদের শুরুতেই আক্রমণাত্মক ভূমিকা নেওয়ার আশা করা হচ্ছে, অন্যদিকে দক্ষিণ আফ্রিকা বড় রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে চাপ তৈরি করতে চাইবে। ক্রিকেটপ্রেমীদের নজর আজ ভিজাগে জমজমাট মোকাবিলার দিকে।

Live Cricket Update - IND vs SA 2nd ODI - Blog - Kohli, Gaikwad tons in  vain as SA level series