নিজস্ব সংবাদদাতা: বারামুল্লা জেলার পাত্তন ব্লকের গোশবুগে স্থানীয়রা কুলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা জানাতে একটি প্রতিবাদ মিছিল করেছে।
/anm-bengali/media/post_attachments/6c9425af-489.png)
সন্ত্রাসী হামলায় প্রাক্তন সেনা সদস্য মনজুর আহমেদ ওয়াঘে মারা যায় এবং তার স্ত্রী ও ভাইঝি আহত হয়। এই ঘটনায় শান্তির বার্তা দিয়েছেন প্রতিবাদকারীরা।