নিজস্ব সংবাদদাতা: আমেরিকার একজন ভারতীয় ছাত্রকে হাত-পা বেঁধে যে ভাবে বহিষ্কার করা হয়েছে, তা নিয়ে এবার চরম ভাবে ক্ষুব্ধ হয়ে উঠলো কংগ্রেস। এই বিষয়ে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য সুপ্রিয়া শ্রীনাতে বলেন, “সে একজন তরুণ ছাত্র যে তার ভবিষ্যৎ গড়ার আশায় আমেরিকা গিয়েছিল। কিন্তু তার সাথে যেভাবে আচরণ করা হয়েছে - যেভাবে তাকে মারধর করা হয়েছে, যেভাবে তাকে হাতকড়া পরানো হয়েছে, যেভাবে তাকে বুটের নিচে পদদলিত করা হয়েছে, যেভাবে তাকে বহিষ্কার করা হয়েছে – তা একদম বরদাস্ত করা যায় না। কেন তার সাথে পশুর মতো আচরণ করা হচ্ছে? আমাদের ছাত্রদের সাথে এটি ক্রমাগত ঘটছে। আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমাগত আমাদের ধমক দিচ্ছে এবং অপমান করছে, এবং মোদী সরকার সব দেখেশুনে নীরব রয়েছে”।
/anm-bengali/media/post_attachments/6b4512d1-e38.png)