ভারত নাকাল NATO মহাসচিবের মন্তব্যে, মোদি-পুতিন ফোনালাপের গুজব উড়িয়ে দিল বিদেশ মন্ত্রক

ইউক্রেন ইস্যুতে মোদি-পুতিন ফোলালাপ নিয়ে ন্যাটোর গুজব খারিজ করল ভারতের বিদেশ মন্ত্রক।

author-image
Tamalika Chakraborty
New Update
putin and trump

নিজস্ব সংবাদদাতা: বিদেশ মন্ত্রক (MEA) সম্প্রতি NATO মহাসচিব মার্ক রুটের মন্তব্যকে সম্পূর্ণ অযথা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। মার্ক রুট দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে ফোনে ইউক্রেন নিয়ে তার কৌশলকে প্রশ্ন করেছিলেন।

modi putin jingping .jpg

MEA-এর বিবৃতিতে বলা হয়েছে, “আমরা মার্ক রুটের সেই বক্তব্য দেখেছি। এটি সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন। প্রধানমন্ত্রী মোদি কখনও এই ধরনের ফোন কথোপকথন করেননি। এমন কোনও সংলাপ ঘটেনি।”

এই বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, ভারতের প্রধানমন্ত্রী কখনও পুতিনের সঙ্গে এই বিষয়ে এমন কোনো ফোনালাপ করেননি, এবং NATO মহাসচিবের দাবি সম্পূর্ণ মিথ্যা।