বাংলাদেশে দুর্গা মন্দির রক্ষা নয়, বরং ধ্বংসে সহযোগিতা করেছে সরকার! বিস্ফোরক অভিযোগ ভারতের!

বাংলাদেশে দুর্গা মন্দির ধ্বংস নিয়ে ইউনুস সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করল ভারত।

author-image
Tamalika Chakraborty
New Update
bangladesh durg mandir

নিজস্ব সংবাদদাতা: ঢাকার খিলখেত এলাকায় একটি দুর্গা মন্দির ধ্বংসের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানাল ভারত। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করে জানিয়েছেন, কোনও দেশের সংখ্যালঘু সম্প্রদায় ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা নিশ্চিত করা সেই দেশের সরকারেরই দায়িত্ব।

তিনি বলেন, “আমাদের কাছে খবর এসেছে, ঢাকার খিলখেতে একটি দুর্গা মন্দির নিয়ে চরমপন্থীরা ধ্বংসের দাবি তুলেছিল। কিন্তু সে সময় ওই দেশের অন্তর্বর্তী সরকার মন্দিরের নিরাপত্তা দেওয়ার বদলে ঘটনাটিকে অবৈধ জমি ব্যবহারের মামলা বলে দাবি করে। শেষ পর্যন্ত আজ মন্দিরটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।”

রণধীর আরও জানান, ভারত সব সময় বাংলাদেশের সঙ্গে সব রকম বিষয়ে গঠনমূলক ও পারস্পরিক স্বার্থে আলোচনা করতে প্রস্তুত, যদি পরিবেশ তা সমর্থন করে।

Randhir Jaiswalqw1.jpg

এই ঘটনার পর আন্তর্জাতিক মহলেও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।