BREAKING: ভারতের রপ্তানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ ! কি প্রতিক্রিয়া জানালো ভারত

মার্কিন শুল্কের বিষয়ে ভারতের প্রতিক্রিয়া।

author-image
Debjit Biswas
New Update
Modi

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ভারতের রপ্তানির ওপর প্রায় ২৫ শতাংশের শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এবার এই বিষয়েই এক বিবৃতি প্রকাশ করা হল ভারত সরকারের পক্ষ থেকে। এই বিবৃতিতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে,''গত কয়েক মাস ধরে ভারত ও যুক্তরাষ্ট্র একটি ন্যায়সঙ্গত, ভারসাম্যপূর্ণ এবং পারস্পরিকভাবে লাভজনক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। আমরা এই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। কৃষক, উদ্যোক্তা এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME)-র স্বার্থ রক্ষা ও সংরক্ষণকে সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখে। দেশের জাতীয় স্বার্থ রক্ষার জন্য সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে, যেমনটি ইতিপূর্বে যুক্তরাজ্যের সঙ্গে স্বাক্ষরিত সাম্প্রতিক সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তির (Comprehensive Economic and Trade Agreement) ক্ষেত্রেও করা হয়েছে।" অর্থাৎ এই বিবৃতির মাধ্যমে ভারত সরকার স্পষ্ট করেছে যে, এই প্রসঙ্গে ভারতের নীতিগত অবস্থান এবং সার্বভৌম অর্থনৈতিক স্বার্থ অটুট থাকবে।

h