বড়মাপের প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ হল সৌদি আরব-পাকিস্তান ! কড়া নজর রাখছে ভারত

পাল্টা কি পদক্ষেপ নিতে পারে ভারত ?

author-image
Debjit Biswas
New Update
d

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি একটি বড়মাপের প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ হয়েছে সৌদি আরব এবং পাকিস্তান। আর এবার এই বিষয়েই নিজের প্রতিক্রিয়া জানালো ভারত। আজ এই বিষয়ে ভারতের পক্ষ থেকে নিজের প্রতিক্রিয়া জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রকের (MEA) মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি দাবি করেছেন যে, ভারত এই বিষয়টির ওপর কড়া নজর রাখছে। 

আজ এই বিষয়ে তিনি বলেন,''সম্প্রতি সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্পন্ন হওয়া একটি প্রতিরক্ষা চুক্তি সম্পর্কে আমরা জানতে পেরেছি। এই দুই দেশের মধ্যে এরকম একটি চুক্তি সংগঠিত হওয়ার কথা যে অনেক আগে থেকেই বিবেচনাধীন ছিল,সে সম্পর্কে ভারত অনেক আগে থেকেই অবগত ছিল।''

Randhir Jaiswalq2.jpg

এরপর তিনি আরও জানান যে,''আমরা আমাদের জাতীয় নিরাপত্তা এবং সেইসাথে আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার ওপর এই চুক্তির  প্রভাবগুলি খতিয়ে দেখব। ভারত সরকার তার জাতীয় স্বার্থ রক্ষা এবং সকল ক্ষেত্রে ব্যাপক জাতীয় নিরাপত্তাকে নিশ্চিত করতে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।"

উল্লেখ্য,এই চুক্তির অধীনে, যদি কোনও একটি দেশের ওপর হামলা হয়, তবে তাকে উভয় দেশের বিরুদ্ধেই এক আগ্রাসন হিসেবে গণ্য করা হবে। এই পদক্ষেপটি পাকিস্তানের জন্য একটি বড় কূটনৈতিক এবং সামরিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে, কারণ এটি সৌদি আরবের মতো একটি প্রভাবশালী দেশের সঙ্গে তাদের সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে।