মুম্বইয়ে ইন্ডিয়া মেরিটাইম উইক ২০২৫ — প্রধানমন্ত্রী মোদীসহ শীর্ষ নেতাদের উপস্থিতিতে গ্লোবাল সিইও ফোরামে ঐক্যের বার্তা

সারবানন্দ সোনোয়াল, দেবেন্দ্র ফড়নবীস ও একনাথ শিন্ডের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী; গ্লোবাল সিইও ফোরামের প্রতিনিধিদের সঙ্গে যৌথ ছবি তুলে সামুদ্রিক উন্নয়নে সহযোগিতার আহ্বান।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-10-29 10.35.40 PM

নিজস্ব সংবাদদাতা: চলমান ইন্ডিয়া মেরিটাইম উইক ২০২৫ উপলক্ষে মুম্বইয়ে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী সারবানন্দ সোনোয়াল, মহারাষ্ট্রের রাজ্যপাল আচার্য দেবব্রত, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং অন্যান্য শীর্ষ নেতৃত্ব একসঙ্গে দাঁড়িয়ে গ্লোবাল সিইও ফোরামের প্রতিনিধিদের সঙ্গে দলীয় ছবি তোলেন।

এই ফোরামটি ভারতের সমুদ্রবাণিজ্য, বন্দর উন্নয়ন ও সামুদ্রিক প্রযুক্তি সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে আয়োজিত হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী জানান, “ভারত এখন বৈশ্বিক সামুদ্রিক অর্থনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। আমাদের লক্ষ্য ‘ব্লু ইকোনমি’-কে আরও শক্তিশালী করা।”