New Update
/anm-bengali/media/media_files/9YlGMHZE5ssW1tGp3LSa.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার রিফিউজি প্রসঙ্গে বিরাট বড় পর্যবেক্ষণ করলো দেশের সর্বোচ্চ আদালত। সম্প্রতি এক শ্রীলঙ্কার এক নাগরিককে UAPA ধারায়, ভারতে আটক করে রাখার বিষয়ে, সুপ্রিম কোর্ট কোনওরকম হস্তক্ষেপ করতে রাজি না হয়েই এই পর্যবেক্ষণ দিয়েছে। এই বিষয়ে জাস্টিস দীপঙ্কর দত্ত বলেছেন,''ভারত এমনিতেই ১৪০ কোটির বিশাল জনসংখ্যার ভাঁড় বহন করছে। এরপর সারাবিশ্বের সমস্ত রিফিউজির ভার বহন করা ভারতের পক্ষে সম্ভব নয়। ভারত কোনও ধর্মশালা নয়।''
/anm-bengali/media/media_files/1gzLGXNhw12Omsc1hZK3.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us