ভারতের হাতে বিশ্ব নেতৃত্ব! আন্তর্জাতিক নির্বাচন সংস্থার চেয়ারম্যান হওয়ার আমন্ত্রণ

বিশ্বের ৩৭টি গণতান্ত্রিক দেশের সংগঠন আন্তর্জাতিক নির্বাচন সংস্থার সভাপতিত্ব করার আমন্ত্রণ জানাল ভারতকে। মুখ্য নির্বাচন কমিশনার জানালেন, এটি ভারতের জন্য বড় গর্বের মুহূর্ত।

author-image
Tamalika Chakraborty
New Update
Gyanesh kumar

নিজস্ব সংবাদদাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, গোটা বিশ্ব আজ India-র অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন ব্যবস্থার প্রশংসা করছে। তাঁর কথায়, এই বিশ্বস্বীকৃতির ফলেই প্রথমবার ৩০ বছরের ইতিহাসে বিশ্বের ৩৭টি গণতান্ত্রিক দেশের সংগঠন ভারতকে আন্তর্জাতিক নির্বাচন সংস্থা International Institute for Democracy and Electoral Assistance-এর সভাপতিত্ব করার আমন্ত্রণ জানিয়েছে। এটি ভারতের জন্য এক বিরাট সম্মানের মুহূর্ত।

election commission  a

তিনি আরও বলেন, এই সম্মান শুধু দেশের জন্যই নয়, নির্বাচন কমিশন সমস্ত আধিকারিকদের জন্যও গর্বের বিষয়। তাঁর বক্তব্য, বিশ্বের মঞ্চে ভারতের নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা আজ নতুন উচ্চতায় পৌঁছেছে। এই সাফল্যে ভারতের প্রতিটি নাগরিক গর্বিত হতে পারেন।