শ্রীলঙ্কায় বন্যা ত্রানে বড় সাহায্য ভারতের ! ভারতীয় বিমান বাহিনীর Mi-17 হেলিকপ্টারে আটকে পড়া মানুষদের উদ্ধারকাজ শুরু

শ্রীলঙ্কাকে বড় সাহায্য ভারতের।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : শ্রীলঙ্কায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আটকে পড়া সাধারণ মানুষকে উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে ভারতীয় বিমান বাহিনী (IAF)। শ্রীলঙ্কার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে IAF-এর Mi-17 হেলিকপ্টার সেখানে উদ্ধারকার্য চালাচ্ছে।

জানা গেছে, শ্রীলঙ্কার বন্যা বা খারাপ আবহাওয়ার কারণে বেশ কিছু মানুষ বিভিন্ন স্থানে আটকা পড়েছেন। মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণের (HADR) অংশ হিসেবে, ভারত দ্রুততার সঙ্গে IAF-কে এই উদ্ধার অভিযানে পাঠিয়েছে।

Naval Utility Helicopters

উদ্ধার অভিযান: IAF-এর Mi-17 হেলিকপ্টারগুলি দুর্গম এলাকা থেকে আটকে পড়া নাগরিকদের নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছে।

সমন্বয়: ভারতীয় বিমান বাহিনী শ্রীলঙ্কার স্থানীয় প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা দলগুলির সঙ্গে যোগাযোগ বজায় রেখে কাজ করছে, যাতে উদ্ধার অভিযান সর্বোচ্চ কার্যকর হয়।

ভারতের এই পদক্ষেপ কেবল প্রতিবেশী দেশ হিসেবে নয়, বরং দুর্যোগকালে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ভারতের প্রতিশ্রুতিরও প্রতিফলন। এই ধরনের দ্রুত পদক্ষেপ ভারত-শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করে।