পিছু হটতে বাধ্য হল ট্রাম্প,২০০টি পণ্যের ওপর শুল্ক প্রত্যাহারে বড় সুবিধা পাবে ভারত ! চা, মশলা ও কাজুবাদাম রফতানিতে বড় স্বস্তির ইঙ্গিত

বড় সুবিধা পাবে ভারত।

author-image
Debjit Biswas
New Update
h

নিজস্ব সংবাদদাতা : মার্কিন যুক্তরাষ্ট্র চা, কফি এবং মশলা সহ বেশ কিছু কৃষিজাত পণ্যের ওপর আরোপিত 'পাল্টা শুল্ক' (reciprocal tariffs) প্রত্যাহার করে নেওয়ায় ভারত এই ক্ষেত্রে বাণিজ্যিকভাবে লাভবান হবে বলে জানাল দেশের বাণিজ্য মন্ত্রক। সোমবার মন্ত্রকের পক্ষ থেকে এই ইতিবাচক মন্তব্যের পর, ভারতীয় রফতানিকারকদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস দেখা যাচ্ছে।

Trump

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সম্প্রতি ২০০টিরও বেশি খাদ্যপণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্ত গত ১৩ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ভারতীয় রফতানিকারকরা বিশেষ সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।