New Update
/anm-bengali/media/media_files/2025/01/21/zSA2MUXI244ciSWJNuuJ.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাফাল নিয়ে বড় চুক্তি সই হলো ভারত ও ফ্রান্সের। ২৬ টি রাফাল এম যুদ্ধবিমান কেনার জন্য দুই দেশের মধ্যে ৬৩ হাজার কোটি টাকার চুক্তি হয়েছে। ২২টি সিঙ্গল সিটার জেট এবং ৪টি টুইন সিটার ট্রেনিং যুদ্ধবিমান মিলবে এই চুক্তিতে। ২০৩১ সালের মধ্যে সব বিমানগুলি ভারতের হাতে আসার কথা। রাফাল এম বিশ্বের সর্বাধুনিক নৌবাহিনীর যুদ্ধবিমানগুলির মধ্যে একটি। এখন শুধুমাত্র ফ্রান্সের নৌবাহিনীর হাতে এই যুদ্ধবিমান রয়েছে।
/anm-bengali/media/post_banners/9fbfDnzc4GHwA6jhEw3o.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us