৪ ডিসেম্বর সব কলেজে ছুটি ঘোষণা সরকারের

আগামী ৪ ডিসেম্বর সব স্কুলে ছুটির ঘোষণা করে দেওয়া হল। কেন জানেন?

author-image
SWETA MITRA
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যেহেতু ঘূর্ণিঝড়মিগজাউম(Cyclone Michaung) ধেয়ে আসছে, সেজন্য এবারপুদুচেরি, কারাইকালইয়ানামঅঞ্চলেরসবকলেজেডিসেম্বরছুটিঘোষণাকরাহয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় মিচাউং সোমবার সকালে নেল্লোর ও মাচিলিপত্তনমের মধ্যে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আইএমডি-র পূর্বাভাসে বলা হয়েছে, এই ঝড়ের কারণে এই পুরো এলাকায় ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। তিরুভাল্লুর জেলার জন্য সোমবারের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দফায় দফায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।