বাংলায় মুসলিমদের ওবিসি সংরক্ষণের ওপর স্থগিতাদেশ আদালতের! এবার মুখ খুললেন শাহ

পশ্চিমবঙ্গের মুসলিমদের ভুলভাবে দেওয়া ওবিসি সংরক্ষণের ওপর আদালতের স্থগিতাদেশ নিয়ে এবার মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

author-image
Probha Rani Das
New Update
amit shah bjjp.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃইউপির আম্বেদকর নগরে একটি জনসভায় তার ভাষণে, ইউনিয়ন এইচ এম অমিত শাহ বলেছেন, "ইন্ডিয়া জোট, কর্ণাটকে, মুসলমানদের জন্য % রিজার্ভেশন দিয়েছে, হায়দ্রাবাদে তারা মুসলিমদের % সংরক্ষণ দিয়েছে৷ পশ্চিমবঙ্গে, মুসলিম জাতিকে ভুলভাবে দেওয়া ওবিসি সংরক্ষণের ওপর স্থগিতাদেশ দিয়েছে আদালত।” 

AAMIT SHAHH.jpg

Add 1