/anm-bengali/media/media_files/2025/07/06/gvjdtdkw0aan9nn-2025-07-06-08-34-08.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ব্রাজিল সফরে গিয়ে রিও ডি জেনেইরোতে ভারতীয় প্রবাসীদের কাছ থেকে প্রাণবন্ত ও উষ্ণ অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় রিও ডি জেনেইরো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরই তাঁকে স্বাগত জানান ব্রাজিলের ভারতীয় সম্প্রদায়ের সদস্যরা। পতাকা, স্লোগান, ঐতিহ্যবাহী সাজ-পোশাকে তাঁরা ভারতীয় সংস্কৃতির পরিচয় তুলে ধরেন।
এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, “রিও ডি জেনেইরোতে ব্রাজিলের ভারতীয় সম্প্রদায়ের সদস্যরা অত্যন্ত প্রাণবন্তভাবে স্বাগত জানিয়েছেন। এটি অভাবনীয়, কীভাবে তাঁরা ভারতীয় সংস্কৃতির সঙ্গে এত গভীরভাবে যুক্ত রয়েছেন এবং একইসঙ্গে ভারতের উন্নয়ন নিয়ে এতটা উৎসাহী!”
After his arrival in Brazil, PM Modi says, "Members of Brazil’s Indian community gave a very vibrant welcome in Rio de Janeiro. It’s amazing how they remain connected with Indian culture and are also very passionate about India’s development!."
— ANI (@ANI) July 6, 2025
(Photo source: PM Modi/X) pic.twitter.com/o4ywiEjJpy