আদালতের কালিমা! বান্ডিল বান্ডিল টাকায় জড়ালেন বিচারপতি, এবার ইমপিচমেন্টের মুখে

সংসদে বাদল অধিবেশনে বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হতে পারে।

author-image
Tamalika Chakraborty
New Update
ustice

নিজস্ব সংবাদদাতা: নগদকাণ্ডে অভিযুক্ত বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। আসন্ন বাদল অধিবেশনেই সংসদে তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হতে পারে। বিচারপতি পদত্যাগ করবেন কি না, সেই দিকে আপাতত নজর রাখছে কেন্দ্র। যদি প্রস্তাব পাশ হয়, তবে বিচারপতি ভার্মা হবেন দেশের ইতিহাসে প্রথম বিচারপতি যাঁকে ইমপিচমেন্টের মাধ্যমে বরখাস্ত করা হবে।

File picture

সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার সম্ভাবনা জুলাইয়ের দ্বিতীয়ার্ধে। ইমপিচমেন্ট প্রস্তাব আনতে রাজ্যসভায় ৫০ জন এবং লোকসভায় ১০০ জন সাংসদের স্বাক্ষর প্রয়োজন। প্রস্তাব পাশ করাতে দুই কক্ষেই দু’তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাগবে। ফলে এতে একাধিক রাজনৈতিক দলের সমর্থন অপরিহার্য।

চলতি বছরের মার্চে বিচারপতি ভার্মার দিল্লির বাসভবনের গুদামে আগুন লাগলে দমকল এসে উদ্ধার করে বান্ডিল বান্ডিল নগদ টাকা। ওই ঘটনার পরেই বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। এরপর তাঁকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হয়।

ঘটনার তদন্তে সুপ্রিম কোর্ট গঠন করে তিন বিচারপতির অনুসন্ধান কমিটি। সেই কমিটি ৩ মে জমা দেওয়া রিপোর্টে ভার্মার বাড়িতে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের কথা জানায়, যদিও রিপোর্টটি এখনও প্রকাশ্যে আনা হয়নি। তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এরপরই প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে চিঠি লিখে বিচারপতি ভার্মার ইমপিচমেন্টের সুপারিশ করেন এবং তাঁকে স্বেচ্ছায় পদত্যাগ করতেও বলেন। তবে বিচারপতি ভার্মা পদত্যাগে অস্বীকার জানান এবং নিজেকে নির্দোষ বলেই দাবি করে চলেছেন।

এখন দেখার, সংসদে সত্যিই ইমপিচমেন্ট প্রস্তাব ওঠে কি না এবং তা কতদূর গড়ায়।