অবৈধ অস্ত্র চক্রের পর্দাফাঁস দিল্লিতে ! কুখ্যাত 'সানি সাই গ্যাং'-এর মূল সরবরাহকারী গ্রেপ্তার

জেনে নিন ধৃতদের পরিচয়।

author-image
Debjit Biswas
New Update
Crime

নিজস্ব সংবাদদাতা : একটি বড়সড় অবৈধ অস্ত্র চক্রের পর্দাফাঁস করলো দিল্লি পুলিশ। এরসাথেই দিল্লির কুখ্যাত 'সানি সাই গ্যাং'-এর মূল অস্ত্র সরবরাহকারীকে তার এক গ্রহীতা-সহ গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের একজন কর্মকর্তা আজ রবিবার এই তথ্য জানিয়েছেন।

ধৃত দুই অভিযুক্তকে গুরমিত সিং (৩২) এবং সুমিত (২৭) হিসেবে শনাক্ত করা হয়েছে। এরমধ্যে গুরমিত সিং এই চক্রের মূল সরবরাহকারী। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক গুরমিত দিল্লি-এনসিআর (NCR) এবং রাজস্থান জুড়ে সক্রিয় সানি সাই, সালাম ত্যাগী এবং সাদ্দাম গৌরী-এর মতো একাধিক গ্যাং-কে অবৈধ অস্ত্র সরবরাহ করতেন।

Police

সুমিত গুরমিতের কাছ থেকে অস্ত্র গ্রহণ করতেন এবং সে নিজে একজন দাগী ডাকাত। তার বিরুদ্ধে জয়পুরে ডাকাতির মামলা রয়েছে এবং সেই মামলায় তার গ্রেপ্তারের জন্য ১০,০০০ পুরস্কার ঘোষণাও করা হয়েছিল।

পুলিশ সূত্র জানায়, গত ২৬শে অক্টোবর একটি গোপন সংবাদের ভিত্তিতে বাগপতে (Baghpat) অবস্থিত গুরমিতের আস্তানায় একটি অভিযান চালানো হয়। এই অভিযানে পুলিশ তার আস্তানা থেকে দুটি পিস্তল, পাঁচটি দেশি পিস্তল, একটি মাস্কেট, ১১টি তাজা কার্তুজ, ২৭টি ব্যবহৃত কার্তুজ এবং একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে। জানা গেছে, ওই স্থানে সে অস্ত্র পরীক্ষা করার ব্যবস্থাও গড়ে তুলেছিল।