'দুধ মাঙ্গো গে তো ক্ষীর দেঙ্গে, কাশ্মীর মাঙ্গকে সন্ত্রাস কিয়ে তো এক বুন্দ জল ভি নেহি দেঙ্গে'- ফের স্পষ্ট করল বিজেপি

কি বললেন বিজেপি নেতা?

author-image
Aniket
New Update
modi shah

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভারত ও পাকিস্তানের মধ্যে পাহেলগাঁও হামলার জেরে সম্পর্ক ফের চরমতর খারাপ পর্যায়ে নেমে এসেছে। ভারতের বিরুদ্ধে বারংবার সন্ত্রাস হামলার জন্য মদত দিয়ে এসেছে পাকিস্তান। এবার পাকিস্তানের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। সিন্ধু চুক্তি বাতিল করে জল বন্ধ করে দেওয়া হয়েছে মোদী সরকারের পক্ষ থেকে। যার জেরে কেঁপে পাকিস্তান।

সিন্ধু জল চুক্তি স্থগিতের বিষয়ে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারির কথিত বিবৃতি সম্পর্কে বিজেপি সাংসদ তরুণ চুঘ এবার ফের বড় বার্তা দিয়েছেন যে, 'দুধ মাঙ্গো গে তো ক্ষীর দেঙ্গে, কাশ্মীর মাঙ্গকে সন্ত্রাস কিয়ে তো এক বুন্দ জল ভি নেহি দেঙ্গে'। তিনি বলেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার স্পষ্ট করে দিয়েছে যে সন্ত্রাসবাদী পাঠাবে এমন দেশকে ছাড় দেওয়া হবে না। ভারতের এক ফোঁটা জলও অকারণে কাউকে দেওয়া হবে না। চুক্তিগুলি কেবল তখনই গুরুত্বপূর্ণ যেখানে বিশ্বাস থাকে। সন্ত্রাসবাদী এবং তাদের প্রভুদের শিক্ষা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।"