New Update
/anm-bengali/media/media_files/VeDEPG7gyFaWIOsDuyhr.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: হরিয়ানা নির্বাচনের আগে বিজেপিকে নিশানা করে এবার বার্তা দিলেন করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি দাবি করেছেন, হরিয়ানার জনগণ যদি সবক্ষেত্রে ন্যায়বিচার চান তাহলে বিজেপিকে সরাকর থেকে সরাতে হবে।
/anm-bengali/media/media_files/VhnM19BHJbYk5epJ0Np2.jpg)
তিনি বলেছেন, "জনগণ যদি ন্যায়বিচার চায়, তাদের উচিত বিজেপি সরকারকে বিতাড়িত করা; তারা এই সরকারের কাছ থেকে কিছুই পায়নি"। উল্লেখ্য, হরিয়ানা নির্বাচনে বিজেপি ও কংগ্রেস জয়ের লক্ষ্যে লড়াই করে চলেছেন। এই পরিস্থিতিতে বিজেপি নাকি কংগ্রেস কোন দলকে সাধারণ হরিয়ানাবাসী বেছে নেন তাই এখন দেখার।
If people want justice, they should throw out BJP govt; they got nothing from this govt: Priyanka Gandhi at Haryana poll rally
— Press Trust of India (@PTI_News) September 30, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us