জনগণ যদি ন্যায়বিচার চায়, তাদের বিজেপিকে সরাতে হবে- এবার বড় দাবি রাখলেন নেত্রী

কি বললেন নেত্রী?

author-image
Aniket
New Update
modi shah.jpg

File Picture



নিজস্ব সংবাদদাতা: হরিয়ানা নির্বাচনের আগে বিজেপিকে নিশানা করে এবার বার্তা দিলেন করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি দাবি করেছেন, হরিয়ানার জনগণ যদি সবক্ষেত্রে ন্যায়বিচার চান তাহলে বিজেপিকে সরাকর থেকে সরাতে হবে।

priyanka sad.jpg

তিনি বলেছেন, "জনগণ যদি ন্যায়বিচার চায়, তাদের উচিত বিজেপি সরকারকে বিতাড়িত করা; তারা এই সরকারের কাছ থেকে কিছুই পায়নি"। উল্লেখ্য, হরিয়ানা নির্বাচনে বিজেপি ও কংগ্রেস জয়ের লক্ষ্যে লড়াই করে চলেছেন। এই পরিস্থিতিতে বিজেপি নাকি কংগ্রেস কোন দলকে সাধারণ হরিয়ানাবাসী বেছে নেন তাই এখন দেখার।