“আরজেডি হারলে কংগ্রেস দখল করবে তাদের ভোটব্যাঙ্ক”—কাটিহারে মন্তব্য প্রধানমন্ত্রীর

“বিহার নির্বাচনের পর আরজেডি–কংগ্রেসের মধ্যে অপবাদ আর দোষারোপের ঢেউ উঠবে”—বলেন নরেন্দ্র মোদি।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-03 4.43.10 PM

নিজস্ব সংবাদদাতা: সোমবার বিহারের কাটিহারে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী জোটকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, “কংগ্রেস ভালোভাবেই জানে, যদি আরজেডি এইবারও হেরে যায়, তাহলে তাদের রাজনৈতিক জীবন কার্যত শেষ হয়ে যাবে। তখন কংগ্রেসই আরজেডির ভোটব্যাঙ্ক দখল করে নেবে।”

তিনি আরও যোগ করেন, “এই দুই দলের মধ্যে ভোটব্যাঙ্ক দখলের লড়াই এখন প্রকাশ্যে চলে এসেছে। বিহারের এই নির্বাচনের ফল বেরোলেই আপনারা দেখবেন—আরজেডি ও কংগ্রেসের মধ্যে কীভাবে পরস্পরকে দোষারোপ ও কটাক্ষের ঝড় উঠবে।”