SIR ঘোষণার আগে ও পরে রাজ্যে প্রশাসনিক খাতে বদল, অভিযোগ জানালো বিজেপি

কমিশনারের কাছে লঙ্ঘনের অভিযোগ দায়ের করেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: এসআইআর ঘোষণার পর পশ্চিমবঙ্গ সরকার ১৭ জন ডিএম, ২২ জন এডিএম, ৪৫ জন এসডিও এবং ১৫১ জন বিডিও সহ ২৩৫ জন কর্মকর্তাকে বদলি করার পর বিজেপি পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচন কমিশনারের কাছে লঙ্ঘনের অভিযোগ দায়ের করেছে।

নির্বাচন কমিশনের অনুমোদন ছাড়াই করা ‘অনিয়মিত বদলি’ অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে রাজ্য বিজেপি।

G4RALzkXkAA8WLG