/anm-bengali/media/media_files/rr8zBMXIOOLDatGT8VlG.jpg)
নিজস্ব সংবাদদাতাঃসোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজস্থানের বারমেরে ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার (IAF) একটি যুদ্ধবিমান। বারমের পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এই খবর দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ। জানা গিয়েছে, বারমেরের উত্তরলাই বায়ুসেনা ঘাঁটির কাছেই বায়ুসেনার একটি মিগ-২৯ যুদ্ধবিমান ভেঙে পড়েছে। সৌভাগ্যবশত, দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন পাইলট। তবে বিমানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। কোর্ট অব ইনকুইরির আদেশ দেওয়া হয়েছে।
बाड़मेर
— Durg Singh Rajpurohit (@BarmerDurg) September 2, 2024
उत्तरलाई एयरफोर्स स्टेशन के पास गिरा युद्धक विमान
पायलट सेफ इजेक्ट होने की ख़बर
बाड़मेर जिला कलक्टर निशांत जैन ने की पुष्टि pic.twitter.com/m1S4LhbtGq
/anm-bengali/media/media_files/EmEzG6O4IKMN1kMwp9Wr.jpg)
এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, যুদ্ধবিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ধানির অ্যালানিওর কাছে মঙ্গলা প্রসেসিং টার্মিনাল এমপিটি রোডে বিমানটি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই ভেঙে পড়েছে বিমানটি। তবে,এই ঘটনায় কারও প্রাণ যায়নি বা কোনও সম্পত্তির ক্ষতিও হয়নি বলে জানা গিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us