“রেল নয়, চাই কলকারখানা”—বিহারে মোদীর সমাবেশ নিয়ে কটাক্ষ প্রশান্ত কিশোরের

কি বললেন প্রশান্ত কিশোর?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
prashanta kishore editted.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: জন সুরাজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও রাজনীতিক প্রশান্ত কিশোর ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন বিহার ইস্যুতে। ভভুয়ায় এক সভায় তিনি বলেন, “প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তিনবার বিহারে এসেছেন। কিন্তু বিহারের জন্য একবারও কলকারখানার কথা বলেননি, বলেননি কবে বন্ধ হবে এই রাজ্য থেকে বাইরে কাজের জন্য মানুষের পরিযান।”

প্রশান্ত কিশোর অভিযোগ করে বলেন, “গরিব মানুষের টাকায় প্রধানমন্ত্রী এখানে র‍্যালি করেছেন। অথচ কী দিন আসবে, কবে বিহারে কারখানা গড়ে উঠবে, কবে মানুষের জীবিকা এখানে তৈরি হবে—সেসব নিয়ে একটি শব্দও বলেননি।”

তিনি আরও বলেন, “আমরা রেল বা বাস চাই না, আমরা চাই কলকারখানা। বিহারে শিল্প হলে, এখানকার মানুষকে আর দিল্লি-মুম্বইয়ে ঘুরে ঘুরে কাজ খুঁজতে হবে না।”

প্রশান্ত কিশোরের এই মন্তব্যকে কেন্দ্র করে বিহারের রাজনীতিতে ফের বিতর্ক তৈরি হয়েছে। রাজ্যজুড়ে শিল্পের অভাব, বেকারত্ব ও পরিযায়ী শ্রমিক সমস্যা নিয়ে ইতিমধ্যেই চাপে রয়েছে সরকার। এই পরিস্থিতিতে জন সুরাজের পক্ষ থেকে কলকারখানা স্থাপনের দাবিকে অনেকেই জনমতের সঙ্গে সংযুক্ত বলেই মনে করছেন।