“মন্ত্রীপদ চাই না, কোনো দাবি নেই—এ নিয়ে এখনো আলোচনা হয়নি”- বিহার কাঁপিয়ে বড় ঘোষণা এনডিএ দলের

হাম(এস) নেতা সন্তোষ কুমার সুমনের বক্তব্য।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: বিহার নির্বাচনের পর রাজনৈতিক মহলে জোটসঙ্গীদের দাবি-দাওয়া নিয়ে নানা জল্পনা চললেও হাম(এস) নেতা সন্তোষ কুমার সুমন জানিয়ে দিলেন, তাঁদের পক্ষ থেকে কোনো দাবি তোলা হয়নি। তিনি বলেন, “আমরা কোনো মন্ত্রিত্ব দাবি করছি না। আমাদের কোনো দাবি নেই। এসব নিয়ে আমরা কখনোই চাপাচাপি করি না। সবাই বসে আলোচনা করব। এই বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি।”

তিনি আরও জানান, দলের অবস্থান পরিষ্কার—জোটের ঐক্য ও স্থিতিশীলতাই প্রধান, ব্যক্তিগত লাভ নয়।