'আপনার চাকরগিরি করতে পারবো না', জানিয়ে দিলেন অনুপম

অনুপম হাজরা বড় বার্তা দিয়েছেন। 

author-image
Aniket
New Update
sc

File Picture

নিজস্ব সংবাদদাতা: আগেকার ও এখনকার পার্থক্য সম্বন্ধে 'নিউ ট্রেন্ডে'র বিষয়ে জানিয়ে দিলেন বিজেপি নেতা অনুপম হাজরা। তিনি ফেসবুকে পোস্ট করে বলেছেন, "আগে ছিলো.....-"আমার কথা মতো চলো তাহলে ভালো পদ দেবো, না হলে পদ থাকবে না, নাম কাটা পড়বে !!! এখন শুরু হয়েছে...- "আপনার পদ আপনার কাছেই রাখুন, মানুষ এবং -- কার্যকর্তাদের দুর্দিনে পাশে থেকে নিজের সংগঠন বানিয়ে নেবো, কিন্তু আপনার চাকরগিরি করতে পারবো না!!!" তবে এই পোস্টের মধ্যে কি কোনও ইঙ্গিত আছে? তা নিয়ে ভাবছেন অনেকেই। 

hiring 2.jpeg