/anm-bengali/media/media_files/djysMEwLcOuapbBwZkKZ.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশে বিশাল আসনে জয় লাভ করে ফের সরকার গঠন করতে চলেছে বিজেপি। বিগত অধ্যায়ে মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রীত্বর হাল বিজেপির হয়ে সামলেছেন শিবরাজ সিং চৌহান। তবে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। তিনি বলেছেন, "আমি আগেও মুখ্যমন্ত্রী পদের প্রতিদ্বন্দ্বী ছিলাম না, এখনও নই। আমি কেবল একজন দলীয় কর্মী এবং দল যে পদ বা দায়িত্ব দেবে, আমি তা পালন করব"। শিবরাজ সিং চৌহানের এই বক্তব্যের পর জল্পনা তৈরি হয়েছে। অনেকের মনেই প্রশ্ন জাগছে, তাহলে কি এবার নতুন কেউ রাজ্যের হাল ধরবেন? কে হচ্ছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তা তো এখন সময়ই বলবে।
#WATCH | Madhya Pradesh CM Shivraj Singh Chouhan says, "...Neither was I CM contender earlier nor now. I am just a party worker and whatever post or duty the party will give I will fulfil that...." pic.twitter.com/AxjDd7pnD5
— ANI (@ANI) December 5, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us