/anm-bengali/media/media_files/DYP3NJvQEOt5ZkFXk41u.png)
নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করে চলেছে কুস্তিগীররা। তাদের দাবি বিজেপি সাংসদ নারীদের প্রতি অসম্মান-জনক আচরণ করেছেন। এবার এই বিষয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং। ব্রিজ ভূষণ শরণ সিং বলেন, "আমি নির্দোষ। আমি তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। আমি তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করতে প্রস্তুত। আমি বিচার ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রাখি এবং আমি সুপ্রিম কোর্টের আদেশকে সম্মান করি"। উল্লেখ্য, ইতিমধ্যেই কুস্তিগীরদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। কিছুদিন পূর্বে কুস্তিগীরদের আন্দোলনে রাজনৈতিক দলগুলিকে স্বাগত জানানো হয়েছিল। তারপরেই কুস্তিগীরদের সঙ্গে দেখা করলেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কা গান্ধী বিজেপি সরকারের বিরুদ্ধে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, "প্রধানমন্ত্রীর কাছে কোনো প্রত্যাশা নেই। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি এই কুস্তিগীরদের নিয়ে চিন্তিত হন, তাহলে কেনও তিনি এখনও তাদের সঙ্গে কথা বলেননি বা দেখা করেননি? কেনও সরকার ব্রিজ ভূষণ শরণ সিংকে বাঁচানোর চেষ্টা করছে?" তবে এবার ব্রিজ ভূষণ শরণ সিংয়ের নিজেকে নির্দোষ বলে দাবি তাকে ফাঁসানো হচ্ছে কিনা সেই প্রশ্ন সামনে আনছে। তবে নিজেদের দাবিতে অনড় কুস্তিগীররা। ব্রিজ ভূষণ শরণ সিং নারীদের প্রতি অসস্মান-জনক আচরণ করেছেন বলেই দাবি করছে কুস্তিগীররা। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত ব্যবস্থা শুরু করা হচ্ছে। প্রশ্ন উঠছে, তদন্তে যদি ব্রিজ ভূষণ শরণ সিং দোষী প্রমাণিত হন তাহলে কি পদক্ষেপ নেবে কেন্দ্র সরকার? যদিও এই বিষয়ে ইতিমধ্যেই রাজনৈতিক রং লাগতে শুরু করেছে। ফলে ব্রিজ ভূষণ শরণ সিংয়ের এই মামলা কি মোড় নেয় তাই এখন দেখার। প্রসঙ্গত, ইতিমধ্যেই সামনে এসেছে ব্রিজ ভূষণ শরণ সিংয়ের নিজেকে নির্দোষ বলে দাবি করার সেই ভিডিও। দেখুন সেই ভিডিও-
#WATCH | I am innocent and ready to face the investigation. I am ready to cooperate with the investigative agency. I have full faith in the judiciary and I respect the order of Supreme Court: WFI chief & BJP MP Brij Bhushan Sharan Singh on FIRs registered against him following… pic.twitter.com/0cbtlQWB0m
— ANI (@ANI) April 29, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us