‘মানবাধিকার আছে সকল মানুষের আর সেটা রক্ষার লড়াই আমরা চালাবোই’

সন্ত্রাসের শিকারদের কি মানবাধিকার আছে নাকি নেই?

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ravi shankar prasad fg.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বেলজিয়াম থেকে ফিরছেন সর্বদলীয় প্রতিনিধিদলের সদস্যরা। সেখান থেকেই গ্রুপ ২-এর নেতা, বিজেপি সাংসদ রবি শঙ্কর প্রসাদ এদিন বলেন, “সন্ত্রাসের শিকারদের কি মানবাধিকার আছে নাকি নেই? সন্ত্রাসীর গুলিতে স্বামী হারিয়েছেন এমন সেই তরুণী স্ত্রী’র কি মানবাধিকার আছে নাকি নেই? আমরা সন্ত্রাসের শিকারদের মানবাধিকারের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি”।

pahalgam