/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: গুলগাম অরণ্যের আলাচিজাব এলাকায় যৌথ তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ যুদ্ধসামগ্রী উদ্ধার হয়েছে। সেনা ও নিরাপত্তা বাহিনীর যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে একটি পিস্তল, বিস্ফোরক, গুলি এবং একাধিক গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
/anm-bengali/media/post_attachments/ef8742e1-275.png)
সূত্রের খবর, এলাকায় সন্ত্রাসবাদী কার্যকলাপের সম্ভাব্য পরিকল্পনা ভেস্তে দিতে গতরাত থেকে এই অভিযান চালানো হয়। তল্লাশির সময় অরণ্যের ভেতরে লুকিয়ে রাখা অস্ত্রভাণ্ডার উদ্ধার হয়।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এই উদ্ধার অভিযান সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান তৎপরতার অংশ এবং সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এমন পদক্ষেপ অব্যাহত থাকবে।
A large quantity of war-like stores, including one Pistol, explosives, ammunition and grenades recovered during a joint search operation in the general area Alachizab in Gulgam Forest, Kupwara pic.twitter.com/vcXgln9LLe
— ANI (@ANI) August 13, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us