বিহারে কেজরিওয়ালের বড় বাজি! প্রথমবার ভোটের ময়দানে AAP – আরজেডির ঘুম উড়বে?

বিহারের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো লড়তে চলেছে আম আদমি পার্টি।

author-image
Tamalika Chakraborty
New Update
pk and arvind kejriwal

নিজস্ব সংবাদদাতা: বিহারের রাজনীতিতে এক বড় চমক দেখা দিয়েছে। অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (AAP) এবার প্রথমবারের মতো বিহার বিধানসভা নির্বাচনে লড়াইয়ে নামছে। দলটি ইতিমধ্যেই প্রথম দফায় ১১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।

এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ, বিহারে বিরোধী শিবিরের নেতৃত্ব দিচ্ছে লালু প্রসাদের দল রাষ্ট্রীয় জনতা দল (RJD)। RJD হচ্ছে INDIA জোটের অন্যতম বড় দল, এবং এতদিন পর্যন্ত মনে করা হচ্ছিল যে, জাতীয় ইস্যুতে AAP ও RJD একসঙ্গে কাজ করছে। সংসদে AAP নেতা সঞ্জয় সিং ও RJD নেতা মনোজ ঝা–এর বন্ধুত্বপূর্ণ সম্পর্কও বহুবার দেখা গেছে।

তবু প্রশ্ন উঠেছে—যখন বিরোধী একতা গড়ে তোলার চেষ্টা চলছে, তখন হঠাৎ কেন কেজরিওয়ালের দল আলাদা পথে হাঁটল? সূত্রের দাবি, এর পেছনে থাকতে পারে প্রশান্ত কিশোর (Prashant Kishor) ফ্যাক্টর। রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে, তাঁর সক্রিয় উপস্থিতি ও নতুন রাজনৈতিক প্রচার কৌশল AAP-কে বিহারের ময়দানে নামতে উৎসাহিত করেছে।

kejriwal mcd.jpg

বিহার AAP-এর রাজ্য সভাপতি রাকেশ যাদব অবশ্য বিষয়টি অন্যভাবে ব্যাখ্যা করেছেন। তাঁর কথায়, “আমাদের লক্ষ্য কোনো দলকে দুর্বল করা নয়, বরং বিহারের ভোটারদের সামনে এক বিকল্প রাজনীতির মডেল তুলে ধরা।”

এদিকে, এই পদক্ষেপে INDIA জোটে অস্বস্তি তৈরি হতে পারে, কারণ বিহার হচ্ছে বিরোধী ঐক্যের অন্যতম পরীক্ষাক্ষেত্র। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, “AAP-এর এই পদক্ষেপ RJD-এর ভোটব্যাঙ্কে প্রভাব ফেলতে পারে, বিশেষ করে শহরাঞ্চলে ও তরুণ ভোটারদের মধ্যে।”

বিহারের ভোটের ময়দানে এখন প্রশ্ন একটাই AAP কি RJD-এর মাটি কাঁপিয়ে দেবে, নাকি কেজরিওয়ালের কৌশল ব্যুমেরাং হয়ে যাবে?