পাকিস্তানকে কীভাবে কড়া জবাব দিয়েছিল ভারত, ফের দেখালো হাতেনাতে

কঠোর জবাব দিয়েছে বলেই জানা যাচ্ছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ntu768i

File Picture

নিজস্ব সংবাদদাতা: অপারেশন সিন্দুর-এর পর সাহসিকতা এবং নির্ভুলতার এক শক্তিশালী প্রদর্শনী হয়ে গেল আখনুর সেক্টরে। ভারতীয় সেনাবাহিনীর আর্টিলারি বন্দুকধারীরা পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের সময় কঠোর জবাব দিয়েছে বলেই জানা যাচ্ছে।

এই প্রসঙ্গে ভারতীয় সেনাবাহিনীর একজন সেনা বলেন, “সিন্দুরের উদ্দেশ্য আমাদের কাছে বেশ স্পষ্ট ছিল, যা ছিল সন্ত্রাসীদের সমর্থনকারী পোস্টগুলিকে লক্ষ্য করে আক্রমণ করা। আমাদের পাল্টা ব্যবস্থা সেখানে ছিল তাই আমাদের কোনও ক্ষতি হয়নি। আমাদের গুলি এতটাই নির্ভুল ছিল যে শত্রুরা আমাদের মনোযোগ অন্যদিকে সরাতে আমাদের বেসামরিক এলাকাগুলিকে লক্ষ্য করে আক্রমণ শুরু করে। তবে তাঁদের উদ্দেশ্য পূরণ হয়নি। শত্রুর ব্যাপক ক্ষতি হয়েছে আমাদের অস্ত্রের হামলায়”।