কীভাবে পাকিস্তানকে জব্দ করেছিল বিএসএফ? সামনে এলো নতুন তথ্য

'আমাদের পোস্ট লক্ষ্য করে আক্রমণ শুরু করে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
bsfkashmir

File Picture

নিজস্ব সংবাদদাতা: অপারেশন সিন্দুরের অংশ হিসেবে পাকিস্তানের সন্ত্রাসী লঞ্চ প্যাডে বিএসএফের অভিযান সম্পর্কে এবার স্পষ্ট বার্তা দিলেন আরএস পুরা সেক্টরের বিএসএফের ডিআইজি, চিত্র পাল। এদিন ডিআইজি বলেন, “৯ মে পাকিস্তান আমাদের বেশ কয়েকটি পোস্ট লক্ষ্য করে। প্রথমে তারা ফ্ল্যাট ট্র্যাজেক্টোরি অস্ত্র এবং মর্টার দিয়ে আমাদের পোস্ট লক্ষ্য করে আক্রমণ শুরু করে। তারা আমাদের একটি গ্রাম আব্দুলিয়ানকেও লক্ষ্য করে আক্রমণ করে। আমাদের বিএসএফ জওয়ানরা তাদের উপযুক্ত জবাব দেয়। যখন তারা গুলিবর্ষণ কমিয়ে দেয়, তখন তারা ড্রোন তৎপরতা বৃদ্ধি করে। জবাবে বিএসএফ পাকিস্তানি সন্ত্রাসী লঞ্চ প্যাডে মাস্তপুর লক্ষ্য করে তাও ধ্বংস করে দেয়”।

Bsf