উত্তরবঙ্গে ভয়াবহতা: শোক প্রকাশ মমতার, জানালেন যোগাযোগ নম্বর

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ব্যাপক ক্ষয়ক্ষতি; মুখ্যমন্ত্রী কাল উত্তরবঙ্গে যাচ্ছেন।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: কলকাতা: টানা প্রবল বর্ষণ ও নদীর অতিরিক্ত জলের প্রবাহে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বিবৃতিতে জানিয়েছেন, “আমি গভীরভাবে উদ্বিগ্ন ও চিন্তিত। উত্তরবঙ্গে গতরাতে ১২ ঘণ্টায় ৩০০ মিমি-রও বেশি বৃষ্টি হয়েছে, সঙ্গে ভুটান ও সিকিম থেকে সংকোশ নদীতে অতিরিক্ত জল প্রবাহ হওয়ায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।”

তিনি জানান, “এই দুর্যোগে আমরা কয়েকজন ভাই-বোনকে হারিয়েছি। তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং সরকার পক্ষ থেকে অবিলম্বে সমস্ত সাহায্য পাঠানো হবে।”

দুইটি লোহার সেতু ভেঙে পড়েছে, বহু রাস্তা ক্ষতিগ্রস্ত ও প্লাবিত হয়েছে। বিশেষ করে মিরিক, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মাটিগাড়া ও আলিপুরদুয়ারে ক্ষয়ক্ষতি মারাত্মক।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি গতরাত থেকে ২৪ ঘণ্টা ভিত্তিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ইতিমধ্যেই মুখ্যসচিব, পুলিশ মহাপরিচালক, উত্তরবঙ্গের ডিএম ও এসপি-দের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। আগামীকাল তিনি নিজে মুখ্যসচিবকে সঙ্গে নিয়ে উত্তরবঙ্গ যাচ্ছেন।

তিনি পর্যটকদের উদ্দেশে বলেন, “উত্তরবঙ্গের পর্যটকরা যেখানে আছেন, সেখানেই থাকুন। আমাদের পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে, সমস্ত খরচ রাজ্য সরকার বহন করবে। আতঙ্কিত হবেন না।”

সরকারি নিয়ন্ত্রণকক্ষ ২৪×৭ খোলা রয়েছে —
📞 নবান্ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কন্ট্রোল রুম: +91 33 2214 3526 / +91 33 2253 5185
📞 টোল-ফ্রি নম্বর: +91 86979 81070 / 1070