পুণেতে ভয়াবহ দুর্ঘটনা ! ফুটপাতের ওপর উঠল বাস, নিহত ২, আহত ৪

ভয়ঙ্কর দুর্ঘটনা পুণেতে।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : মহারাষ্ট্রের পুণের পিম্পরি-চিঞ্চওয়াড় (Pimpri-Chinchwad) এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দু'জন পথচারীর মৃত্যু হয়েছে এবং আরও চারজন গুরুতর আহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফুটপাতের ওপর উঠে গেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ভিড় করেন এবং উদ্ধারকাজ শুরু হয়। দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক অনুমান, বাসের চালক কোনো কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুর্ঘটনার পরেই দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ বাস চালককে আটক করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারী পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Accident

বাসটি কোন রুটে চলছিল বা চালকের মদ্যপানজনিত কোনো সমস্যা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনাটি কীভাবে ঘটল, তা জানতে তদন্ত শুরু করা হয়েছে।