সাত সকালে বড় বার্তা দিলেন অমিত শাহ, চমকে গেলেন সবাই

হিন্দি শুধু ভারতের মাতৃভাষাই নয়, এটি জাতির পরিচয় ও গর্বের প্রতীকও বটে। প্রতি বছর ১৪ সেপ্টেম্বর হিন্দি দিবস পালন করা হয়। ১৯৪৯ সালে, সংবিধান পরিষদ কর্তৃক হিন্দিকে ভারতের সরকারী ভাষা হিসাবে গ্রহণ করা হয়।

author-image
SWETA MITRA
New Update
amit shah hindi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ বৃহস্পতিবার 'হিন্দিদিবস' উপলক্ষে বড় টুইট করলেনকেন্দ্রীয়স্বরাষ্ট্রমন্ত্রীঅমিতশাহ (Amit Shah)। এদিন তিনি বলেছেন, "বিশ্বেরবৃহত্তমগণতন্ত্রভারতেরভাষারবৈচিত্র্যকেএকত্রিতকরারনামহিন্দি।স্বাধীনতাআন্দোলনথেকেআজপর্যন্তহিন্দিদেশকেঐক্যবদ্ধকরতেগুরুত্বপূর্ণভূমিকাপালনকরেছে।“ 'হিন্দি দিবস' উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন যে, "ভারত জাতিসংঘে হিন্দির ব্যবহারকে উৎসাহিত করেছে। তৃতীয় 'অখিল ভারতীয় রাজভাষা সম্মেলন' এ বছর পুনেতে অনুষ্ঠিত হবে।“