BREAKING : ৬৩ হাজার কোটি টাকার রাফাল চুক্তি ! প্রতিরক্ষার ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌছালো ভারত-ফ্রান্স সম্পর্ক

প্রায় ৬৩ হাজার কোটি টাকার বিনিময়ে ২৬টি রাফাল বিমান পেতে চলেছে ভারত।

author-image
Debjit Biswas
New Update
RAFAL

নিজস্ব সংবাদদাতা : অবশেষে ভারত আর ফ্রান্সের মধ্যে স্বাক্ষরিত হল প্রায় ৬৩ হাজার কোটি টাকার রাফাল চুক্তি। এই চুক্তির ফলে প্রায় ২৬টি নতুন রাফাল মেরিন বিমান পাবে ভারত। এই চুক্তির সময় ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংহ, এবং নৌবাহিনীর উপপ্রধান, ভাইস অ্যাডমিরাল কে স্বামীনাথন।

rafale.jpg

ভারতের সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষায় এবং দেশের নৌসেনাকে শক্তিশালী করার ক্ষেত্রে এই রাফাল বিমানগুলি এক উল্লেখযোগ্য অবদান রাখবে।