আকবর ও টিপু সুলতানের নাম থেকে ‘গ্রেট’ বাদ—এনসিইআরটির সিদ্ধান্তকে স্বাগত হিমন্ত বিশ্ব শর্মার

অসম মুখ্যমন্ত্রীর তীব্র মন্তব্য—“খুব ভালো হয়েছে… যদি করে থাকে, তাহলে NCERT-কে ধন্যবাদ”।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-22 2.18.52 PM

নিজস্ব প্রতিনিধি: বঙাইগাঁয়ে এনসিইআরটি পাঠ্যবইয়ে আকবর ও টিপু সুলতানের নাম থেকে ‘গ্রেট’ শব্দটি বাদ দেওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, “খুব ভালো হয়েছে… আমি দেখিনি তারা এটা করেছে কি না। যদি করে থাকে, তাহলে আমার পক্ষ থেকে NCERT-কে অনেক ধন্যবাদ।”