BREAKING: ২০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জোরহাট-দিল্লি বিমান পরিষেবা ! আসামবাসীদের সুখবর দিলেন হিমন্ত বিশ্ব শর্মা

কি বার্তা দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ?

author-image
Debjit Biswas
New Update
himanta biswa sharmaq1.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার আসামবাসীদের এক দারুন সুখবর দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ নিজের এক টুইট বার্তায় তিনি জানান,'' ইন্ডিগোর সঙ্গে একটি বড়মাপের আলোচনার পর আমি জানাতে চাই যে, আসাম রাজ্যের বিভিন্ন শহর থেকে, এখন দেশের প্রধান শহরগুলির সঙ্গে নতুন বিমান রুট চালু করা হবে। আসামবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী জোরহাট-দিল্লি রুটে সরাসরি বিমান পরিষেবা শুরু হবে আগামী ২০ সেপ্টেম্বর থেকে।'' হিমন্ত বিশ্ব শর্মার এই পদক্ষেপে আসামের যোগাযোগব্যবস্থায় এক নতুন দিগন্ত খুলে যাবে বলে আশা করা হচ্ছে।

himantahr.jpg