BREAKING: তেজাস বিমানের পাইলট এই রাজ্যের বাসিন্দা! মৃত্যুতে ভেঙে পড়লেন মুখ্যমন্ত্রী

কি লিখলেন তিনি?

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী তেজাস যুদ্ধবিমানের বিধস্ত হওয়ার পর পাইলটের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন। তিনি সুকভিন্দর সিং সুখু টুইট করেছেন, “দুবাই এয়ার শোতে তেজাস বিমানের দুর্ঘটনায় হিমাচল প্রদেশের কাংগ্রা জেলার সাহসী সন্তান নামনাশ স্যাল জির মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। আমি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই"।

Sukhvinder Singh Sukhuq1.jpg